নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কয়েনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-মাইক্রোবাস চালক মনিরুজ্জামান ও যাত্রী আল মাহবুব। দুজনই চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার এলাকায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী মাইক্রোবাসের সাথে পাকসী থেকে বনপাড়ামুখী বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে বনপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
লাশ দুটি বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন: ঈদের ছুটিতে সড়কে ৩৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা পরিস্থিতি
সারাদেশে গত এপ্রিলে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৫৪৩ জন নিহত এবং ৬১২ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৬৭ এবং শিশু ৮১ জন রয়েছে।
সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
সবচেয়ে বেশি ১৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ২০৬ জন, যা মোট নিহতের ৩৭.৯৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪.২৬ শতাংশ। দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২১.৩৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮৭ জন, অর্থাৎ ১৬ শতাংশ।
এ সময়ে ৬টি নৌদুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে এবং ৬ জন নিখোঁজ রয়েছে। ২১টি রেলপথ দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।