জেলে তালিকায় নাম থাকা স্বত্ত্বেও ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কার্ড না পাওয়ার প্রতিবাদে পটুয়াখালীতে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবন ও কার্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রাঙ্গাবালী উপজেলার জেলেরা।
বৃহস্পতিবার সকালে প্রথমে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান নেয় তারা।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে ভিজিএফ বিতরণে অনিয়ম সংক্রান্ত লিখিত অভিযোগ দেন জেলেরা।
অভিযোগে উল্লেখ করা হয়, তালিকাভুক্ত অনেক জেলে ভিজিএফ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বিভিন্ন সময়ে বাঙ্গাবালী ইউনিয়ন চেয়ারম্যান মামুন খান কর্তৃক লাঞ্চিত হয়েছেন অনেক জেলে। এছাড়া জেলে হিসেবে নিবন্ধন থাকলেও ভিজিএফ তালিকায় নাম তুলতে টাকা দিতে হয় তাদের।
এদিকে, তালিকাতেও রয়েছে অনেক বিভ্রান্তি। এ বিষয়ে অভিযোগ আমলে নিয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।