নাটোরে ‘ভুল চিকিৎসায়’ গলায় বাঁশি আটকানো শিশুর মৃত্যুর ঘটনার বিচার ও অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত শিশু আরিফুলের বাবা খোদাবক্সসহ এলাকার হাজারো মানুষ অংশ নেন।
মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করা না হলে অনশনসহ থানা ঘেরাওয়ের ঘোষণা দেয়া হয়।
গত ২ নভেম্বর সদর উপজেলার চকতেবাড়িয়া এলাকার ১০ বছরের শিশু আরিফুলকে গলায় বাঁশি আটকানো অবস্থায় তার বাবা-মা নাটোর সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক কাজী রাসেল জরুরি বিভাগেই তার শ্বাস নালিতে অস্ত্রপচার করার পর শিশু আরিফুলের মৃত্যু হয়।
এদিকে ঘটনা তদন্তে স্বাস্থ্য বিভাগ গঠিত কমিটি ৩ দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারায় সময়ের আবেদন জানিয়েছে।