রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র রাতে পাহারার দায়িত্বে থাকা রনজিৎ কুমার দে নামে এক গ্রাম পুলিশ সদস্যর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৮ টায় পুলিশ বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশের মেহগনি বাগান থেকে রনজিতের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: এনজিওর ঋণের চাপে রাবি কর্মচারীর আত্মহত্যার অভিযোগ
রনজিৎ উপজেলার চরআড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র। রঞ্জিত ওই কেন্দ্রের পাহারাদার ছিলেন। রাতে তিনি পাহারা দেওয়ার জন্য কেন্দ্রে আসেন। রঞ্জিতের সঙ্গে রাতে পাহারাদার হিসেবে ছিলেন বিদ্যালয়ের নৈশপ্রহরী ইউসুফ হোসেন। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রঞ্জিত প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য বিদ্যালয়ের বাইরে যান। কিন্তু এরপর তিনি আর ফিরে আসেননি। আধা ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর ইউসুফ তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বিষয়টি তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি সদস্যকে ফোন করে জানান। এর মধ্যে ভোর পাঁচটার দিকে বিদ্যালয়ের টয়লেটের পাশে বাগানের ঝোপের মধ্যে রঞ্জিতের লাশ পাওয়া যায়।
আরও পড়ুন: খাগড়াছড়িতে কামরাঙ্গীরচর হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তিরা গ্রাম পুলিশ রনজিৎ কুমার দেকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।