জেলা সদরের তুলাতুলি শাহবাজপুর পর্যটনকেন্দ্রের পাশে মেঘনা পাড়ে সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এ ক্যাবল স্থাপনের কাজ শুরু করা হয়।
এ ক্যাবল দিয়ে মেঘনা ও তেঁতুলিয়া নদী দ্বারা বিচ্ছিন্ন চার উপজেলার ১৬ চরে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
ক্যাবল স্থাপনের কাজ উদ্বোধন অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ বিভাগের জিএম আবুল বাশার আজাদ জানান, চরবাসীদের বিদ্যুতের আওতায় আনতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ ক্যাবল স্থাপনের করা হচ্ছে। আগমী ডিসেম্বরে ভোলা জেলা শতভাগ বিদ্যুতের আওতায় আসবে।
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, সদরের কাচিয়া মাঝের চর, দৌলতখান উপজেলার মদনপুর, মেদুয়া, ভবানীপুরচর ও চরবোরহান, তজুমদ্দিন উপজেলার চরমোজাম্মেল ও মলংচোরা, চরফ্যাশন উপজেলার কুকরিমুকরী, চরবিশ্বাস, চরকাজল, চরমন্তাজ, মুজিবনগর ও আন্দারচরসহ ১৬ চরকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযোগ করা হচ্ছে।
মূলত সাতটি পয়েন্ট থেকে সংযোগগুলো দেয়া হচ্ছে। এ জন্য নদী পথে ১০১ কিলোমিটার সাবমেরিন ক্যাবল স্থাপন করা হবে। আর ১,২৫৩ কিলোমিটার লাইন গ্রিডে হবে। এ সংযোগের ফলে মেঘনা, তেঁতুলিয়া ও সাগরমোহনার সব জেলে পল্লি বিদ্যুৎ সংযোগের আওতায় আসবে। এক মাসের মধ্যে কাজ শেষ হবে।