ভোলা, ৩০ জুলাই (ইউএনবি)- দৌলতখান উপজেলার চালতা তলা এলাকায় মঙ্গলবার গাছ কাটাতে গিয়ে মো. জহিরুল ইসলাম (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত জহিরুল ইসলাম ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের ৬ নং ওয়ার্ডে বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, সকাল থেকে চালতা তলা এলাকায় রাস্তার পাশে কয়েকজন শ্রমিক মেহগনী গাছ কাটছিল। সাড়ে ১১টার দিকে হঠাৎ ওই গাছের নিচে চাপা পরে জহিরুল নামে এক শ্রমিক মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।