ঝড়ের কবলে পড়ে ভোলার দক্ষিণে চরফ্যাশনের মেঘনা নদীতে ৯ যাত্রীসহ সবজি বোঝাই ট্রলার ডুবে গেছে। রবিবার দুপুর ১ টার দিকে উপজেলার কুকরী মুকরী ইউনিয়নের চর পাতিলায় এ দুর্ঘটনায় জুনায়েদ নামে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ট্রলার মালিক স্বপন (৩০) ও তাঁর মা বিলকিছ বেগম (৫০) ।
এ রিপোর্ট লেখার পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ কোস্টগার্ড ও পুলিশ চেষ্টা চালাচ্ছে।
ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেন মহাজন জানান, দুপুরে চর পাতিলা থেকে স্বপন মাঝির ট্রলারটি সবজিসহ ৯ যাত্রী নিয়ে কচ্চপিয়া ঘাটের উদ্দেশ্যে রওয়ানা করে। কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পাতিলা সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক জুনায়েদ নামের তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ট্রলার মালিক স্বপন ও তাঁর মা বিলকিছ। অন্য ট্রলারের সহায়তায় ছয় যাত্রীকে জীবিত উদ্ধার হয়েছে। নিখোঁজদের বাড়ি চর পাতিলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর পরই চেয়ারম্যানসহ চর মানিকা কন্টিজেন্টের কোস্টগার্ড ও দক্ষিণ আইচা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে বৈরি আবহাওয়া ও নদী উত্তাল থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে।
উদ্ধার টিমে থাকা কোস্টগার্ড এলএস আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, পূর্ণিমার প্রভাবে উত্তাল ঢেউয়ের কারণে স্বপন ও বিলকিস সাগরের গভীরে হারিয়ে গেছে। তাই তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ ট্রলারডুবি, নিহত ১