দণ্ডপ্রাপ্ত আসামি আবু সায়েদ সাইদের উপস্থিতিতে ভোলা জেলা ও দায়রা জজ এ বি এম মাহামুদুল হক এ রায় দেন। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ হোসেন লাভু বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট স্বপন কুমার দে।
আরও পড়ুন: খুলনায় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
রায়ের সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ভোলা সদর উপজেলার চর আনন্দ পার্ট-১ গ্রামে গত ২০১৭ সালের ২৩ আগস্ট বিকালে বসত ঘরের সামনে গাছকাটাকে কেন্দ্র করে বাবা আবদুল মুনাফ সাজির পথরোধ করে লোহার শাবল দিয়ে আঘাত করে ছেলে আবু সায়েদ। এতে মুনাফ সাজি গুরুতর জখম হলে প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ২০১৭ সনের ২৫ আগস্ট রাতে ফার্মগেট এলাকায় আবদুল মুনাফ সাজির মৃত্যু হয়। এ ঘটনায় ভোলা থানায় মামলা হলে তিন বছর পর সাক্ষ্যপ্রমাণ শেষে পেনাল কোডের ৩০২ ধারায় আসামি আবু সায়েদ সাইদকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে কৃষককে দলবেঁধে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড