কক্সবাজারের সেন্টমার্টিন যাওয়ার পথে মধ্য সাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া জাহাজটি ৮০০ যাত্রীসহ চট্টগ্রামের পতেঙ্গায় ফিরে এসেছে।
শুক্রবার সকালে টাগ বোট কাণ্ডারী আটকে পড়া জাহাজ ‘বে ওয়ান’কে ঘটনাস্থল থেকে যাত্রীসহ নিয়ে আসে। জাহাজটি পতেঙ্গা থেকে ১৭ নটিক্যাল মাইল দূরে আটকে পড়ে।
বন্দর সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় বে ওয়ান পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনালে পৌঁছে।
আরও পড়ুন: ইঞ্জিন থেকে ধোঁয়া: ৮০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনগামী জাহাজ মাঝ সাগরে নোঙর
বে ওয়ান পরিচালনার দায়িত্বে থাকা কর্ণফুলী শিপ বিল্ডার্সের প্রকৌশলী মইন উদ্দিন বলেন, ‘জাহাজটির দুটি ইঞ্জিনের একটি অকেজো হয়ে যায়। একটি ইঞ্জিন নিয়েও সেন্টমার্টিন যাওয়া যেত। তবে জাহাজটি ঝুঁকি নিয়ে আর সেন্টমার্টিন না গিয়ে ফিরে এসেছে।’
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জাহাজটি চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। আধঘণ্টা চলার পর জাহাজের পঞ্চম তলায় ধোঁয়া দেখতে পান যাত্রীরা। তারা জানান, ধোঁয়ার কারণে ইঞ্জিন বন্ধ রাখা হয়েছে বলে তাদের জানান জাহাজের কর্মকর্তারা।
জাহাজের যাত্রী মো. আরমান হোসেন জানান, আগুন লেগেছে শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তবে জাহাজের কর্মীরা অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।
আরও পড়ুন: জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা ৪ হাজার পর্যটক