মাগুরার মোহম্মদপুরে পারিবারিক কলহের জেরে মায়ের আত্মহত্যা চেষ্টা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা যায়।
উপজেলার ঝামা মহেশপুর গ্রামে রবিবার (২ মে) এই ঘটনা ঘটে।
নিহত তামিম মোল্যা (১৩) ওই এলাকার সাহা মোল্যার ছেলে ও ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: ছোট ভাইকে হত্যার পর সাতক্ষীরায় বড় ভাইয়ের ‘আত্মহত্যা’
এর আগে শনিবার (১ মে) সকালে মৃত তামিমের মা রিনা আক্তার বিষ পানে আত্মহত্যা চেষ্টা চালিয়ে ব্যার্থ হন।
মোহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় সে রাজমিস্ত্রির সহযোগী হিসাবে কাজ করতেন। কিন্তু পারিবারিক কলহের জেরে শনিবার সকালে তামিমের মা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। মায়ের আত্মহত্যা চেষ্টা মানতে পারেনি তামিম।
আরও পড়ুন: বরিশালে ছেলের সাথে অভিমান করে মায়ের `আত্মহত্যা’
ঘটনার দিন সকালে রাজমিস্ত্রির কাজে যায় তামিম। হঠাৎ কাউকে কিছু না জানিয়ে বাড়ি ফিরে আসে সে। বাড়ি ফাঁকা পেয়ে বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মোহম্মদপুর থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করায় কাউন্সিলর প্রার্থীর আত্মহত্যার চেষ্টা