মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে হোম কোয়ারেইটাইনে থাকা বিদেশ ফেরত ব্যক্তিদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
আরও পড়ুন: পরিস্থিতি খারাপ হলে বাস, ট্রেন ও নৌ চলাচল বন্ধ করবে সরকার
তিনি আরও জানান, শহরের স্টেডিয়ামপাড়া, বরুনাতৈল এলাকায় বিদেশফেরত একাধিক ব্যক্তির বিরুদ্ধে হোম কোয়ারেন্টাইন না মানার অভিযোগ ওঠায় তাদের ও তাদের পবিরারের সদস্যদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে একই ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে করোনা প্রতিরোধে মাগুরায় একটি ও তিন উপজেলায় তিনটি কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। একইভাবে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ২০ বেডের ও তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল