রবিবার সকালে থানার ছাদের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার দিবাগত রাতে কোন এক সময় তিনি আত্মহত্যা করেন বলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: অপহরণের পর স্কুলছাত্রী উদ্ধার, বাড়ি ফিরেই ‘আত্মহত্যা’
নিহত এসআই হাসান আলী গ্রামের বাড়ি যশোরের কেশবপুরের বালিয়াডাঙ্গী গ্রামে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এক বছর আগে আতাইকুলা থানায় যোগদান করেন হাসান। তিনি অবিবাহিত ছিলেন। থানার ছাদে শনিবার দিবাগত রাত ২টার পর থেকে ভোর পর্যন্ত কোনো এক সময় তিনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন: গ্রেপ্তার এড়াতে পেট্রোল ঢেলে আসামির আত্মহত্যা!
ওসি জানান, রবিবার সকালে তার লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইলের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয়ে মোবাইলে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে ক্ষোভে অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
আরও পড়ুন: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বংশাই নদীতে লাফিয়ে কলেজছাত্রের ‘আত্মহত্যা’
বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। লাশ মর্গে নেয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: করোনাকালে দেশে আত্মহত্যা করেছে ১৪ হাজারের বেশি মানুষ: আঁচল ফাউন্ডেশন