শুক্রবার দুপুরে সদর উপজেলার গড়পাড়ায় স্বাস্থ্যমন্ত্রীর নিজ এলাকার শুভ্র সেন্টার থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়।
বিতরণ কার্যক্রমের শুরুতে মোবাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ শুরু হয়েছে। তাই এ সময় জনগণকে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। জনগণ ঘরে থাকলেই করোনাভাইরাস প্রভাব বিস্তার করতে পারবে না।’
তিনি মানিকগঞ্জসহ দেশবাসীকে নিরাপদে ঘরে থাকার অনুরোধ জানান।
এ সময় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণের সমন্বয়ক আফসার উদ্দিন সরকার বলেন, স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগে সাটুরিয়া উপজেলায় দুই হাজার দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এ চলমান প্রক্রিয়ায় এর পরেই বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে তালিকা অনুয়ায়ী খাদ্যসামগ্রী দুস্থদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে বলে জানান তিনি।