মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ৪৭ টি গরুসহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এরমধ্যে ১৯টি গরু জীবিত উদ্ধার করা গেলেও বাকি গরু ও ট্রলার এখনো উদ্ধার করা যায়নি। শনিবার সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সুত্রকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে ৪৭টি গরু নিয়ে একটি ট্রলার নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। কোরবানির এসব গরু বিক্রি করতে ২৪ জন ব্যবসায়ী ওই ট্রলারে করে নারায়ণগঞ্জের একটি গরু হাটে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হরিরামপুর উপজেলার সূত্রকান্দি এলাকায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারটি ডুবে যায়। এতে গরু ব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ গরু নদীতে ডুবে যায়।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, ট্রলারের নিচে ফুটো হয়ে গরুসহ সেটি নদীতে ডুবে যায়। তবে এ ঘটনায় ব্যবসায়ীদের কেউ হতাহত হননি।
মানিকগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) ইমতিয়াজ মাহমুদ জানান, স্থানীয় জেলেদের সহযোগিতায় বিস্তীর্ণ এলাকাজুড়ে জাল পেতে ডুবন্ত ট্রলারটি শনাক্ত করা হয়েছে। বেশ কয়েকটি ট্রলার ও একটি সাম্পানের মাধ্যমে ডুবন্ত ট্রলার বাধা হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত দুইটি মৃত গরু ভেসে উঠেছে। বাকি গরুগুলো মৃত অবস্থায় দ্রুত পাড়ে টেনে নেওয়ার কাজ চলছে।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, উদ্ধারকাজে রয়েছে ডুবুরিদল আরিচা স্থলকাম নদী ফায়ার স্টেশন শিবালয়ের ৬জন কর্মী এবং হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭ জন কর্মীসহ সিংগাইর সদর সার্কেল আব্দুল্লাহ আল ইমরানসহ স্থানীয়রা।
আরও পড়ুন: মানিকগঞ্জ শহীদ মিনারে ফুল দিতে গিয়ে শ্রমিক লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬