মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়ন থেকে স্মৃতি সরকার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সঞ্জিত সাহা ও তার মা নিয়তি সাহাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
বৃহস্পতিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাপুর গ্রামের দর্জিপাড়ায় শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
সঞ্জিত ব্যাটারিচালিত রিকশা চালান। এই দম্পতির দুই বছরের ছেলে আছে।
স্বজনদের দাবি, গৃহবধূ স্মৃতি সরকারকে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী জানান, বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে দুই ছেলের স্ত্রীদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মাসখানেক আগে ঝগড়া করে বাপের বাড়িও কয়েক মাস থেকে এসেছেন স্মৃতি। বৃহস্পতিবার সন্ধ্যায় তার ছেলে কান্না শুরু করলে শাশুড়ি ডাকতে গিয়ে দেখেন স্মৃতি মৃত অবস্থায় পড়ে আছে।
স্মৃতির খালাতো ভাই সুদেপ সাহা বলেন, তার বোনের শরীরে মারধরের আঘাত রয়েছে। বোনকে তার স্বামী সঞ্জিত হত্যা করেছে বলে দাবি তার।
স্মৃতির মা রানী দাস বলেন, ‘আমার মেয়েকে মাঝেমধ্যে মারধর করত সঞ্জিত। ওরে মাইরা ফালাইছে।’
স্মৃতির শাশুড়ি নিয়োতি সাহা বলেন, ‘কোনো কাইজা (ঝগড়া) হয় নাই।’
শরীরে আঘাতের বিষয়ে জানতে তিনি চাইলে বলেন, ‘তা তো জানি না।’
স্মৃতির স্বামী সঞ্জিত বলেন, বিকাল ৪টার দিকে রিকশা নিয়ে বের হয়েছিলাম। ৫টার দিকে বাড়ি এসে দেখি স্ত্রী মারা গেছে।
হরিরামপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মজিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্মৃতির নাকের নিচে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জিত ও তার মাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: হাতিরঝিলে লেক থেকে গাজী টিভির নিউজরুম এডিটরের লাশ উদ্ধার