তারা হলেন- ঘিওর উপজেলার বড়টিয়া গ্রামের আবুল বাশারের ছেলে ও ঘিওর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নয়ন মিয়া (১৮) এবং শিবালয় উপজেলার প্রবাসী আব্দুল কাদেরের ছেলে ও টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী হাসিবুল হাসান (১৫)।
নিহতদের পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বড়টিয়া গ্রামের কলেজ ছাত্র নয়ন শনিবার দিবাগত রাত ৮টার দিকে পার্শ্ববর্তী এক বাড়ির ডিসের লাইন মেরামত করে দিয়ে ফেরার সময় তাকে বিষাক্ত সাপে দংশন করে। প্রথমে বিষয়টি নয়ন ও তার পরিবারের সদস্যরা গুরুত্ব দেয়নি। পরে তাকে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড় ফুঁক দেয়া হয়। কিন্তু তারপরও অবস্থা খারাপের দিকে গেলে রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, জেলার শিবালয় উপজেলার দিয়ারচর শাকরাইল গ্রামে শনিবার বিকালে স্কুল ছাত্র হাসিবুল বাড়ির পাশের জমিতে ঘুড়ি ওড়াতে গেলে সাপে কামড় দেয়। তাকেও প্রথমে ওঝার মাধ্যমে ঝাঁড় ফুক দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে সাপের কামড়ের ভ্যাকসিন না থাকায় তাকে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই মারা যায় হাবিবুল।