উপজেলার আরিচাঘাট এলাকায় রবিবার সন্ধ্যায় পাঁচটি গুদাম ঘরে অভিযান চালিয়ে ওই জালগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনকে নিয়ে শিবালয়ের আরিচাঘাট এলাকায় কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় ঘাটের পাঁচটি গুদাম ঘর থেকে প্রায় ৪০০ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে অন্যান্য জাল ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ইছাক মোল্লা নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন তাকে চার হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকারী র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, উদ্ধারকৃত জাল যমুনার পাড়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া কারেন্ট জালের গুদামের পলাতক মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।