জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান নিজেই রবিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের দু’টি স্থানে অভিযান পরিচালনা করেছেন।
এ সময় মাস্ক না পরায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে ৯০ জনকে ১১ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে উপস্থিত থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, দুটি ভ্রাম্যমাণ আদালতের মধ্যে ইলিশ চত্বর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ৬৫ জনকে ৭ হাজার ৭০০ টাকা এবং পালবাজার এলাকায় উজ্জ্বল হোসেন ২৫ জনকে ৩ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছেন।
আরও পড়ুন: মাস্ক ব্যবহার না করায় কক্সবাজারে পর্যটকদের জরিমানা
অভিযান শেষে জেলা প্রশাসক মাজেদুর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত সপ্তাহ থেকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হয়েছে।’
অভিযানের ফলে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অভিযানে আনসার সদস্যদের পাশাপাশি জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দলের সদস্যরা সহযোগিতা করেন।
মাস্ক পরতে হবে
করোনা যুদ্ধে টিকে থাকতে হলে মাস্ক পরতে হবে বলে সম্প্রতি মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘মাস্ক না পরলে স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই করোনা প্রতিরোধের সর্বোত্তম উপায়। তাই করোনা যুদ্ধে টিকে থাকতে হলে সকলকে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
আরও পড়ুন: চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে মাস্ক না পরায় দর্শনার্থীদের জরিমানা
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আসন্ন উল্লেখ করে আবারও সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার কথা তুলে করে তিনি বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আরও বলেন, ‘আমি সবাইকে মাস্ক পরা এবং অন্যান্য সুরক্ষা বিধি অনুসরণ করার অনুরোধ জানাচ্ছি।’