আয়োকজদের দাবি, এটি হবে বিশ্বের দীর্ঘতম আলপনা উৎসব।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা পুলিশ লাইন্স গেট থেকে ফুলছড়ি উপজেলার ভাঙ্গামোড় পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে এই আলপনা আঁকা হচ্ছে।
আরও পড়ুন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহে সড়ক আলপনা
আয়োজনকারী সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গাইবান্ধার (পুসাগ) সদস্যরা রাস্তায় আলপনা আঁকা শুরু করেন।
সাদা গেঞ্জি ও বিভিন্ন রংয়ের পোশাক পরে দেশের ৪২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী ১০ কিলোমিটার রাস্তায় আলপনা আঁকায় যোগ দেন।
এতে রং, শিক্ষার্থীদের খাবার ও গেঞ্জিসহ ব্যয় হবে ২০ লাখ টাকা।
আয়োজনকারী সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গাইবান্ধার (পুসাগ) সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালযের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ জীম বলেন, ‘আমরা গাইবান্ধাকে দেশের মানুষের এবং বিশ্বের কাছে পরিচিত করতে চাই। এই দীর্ঘতম আলপনার মাধ্যমে গ্রিনিজ বুকে নাম লেখাতে চাই। আমাদের এই অর্থ সহায়তা করেছে গাইবান্ধার কয়েকজন সংসদ সদস্য, এনজিও ও রেইনবো কোম্পানি। আজ রাত পর্যন্ত আলপনা আঁকার কাজ চলবে। এ জন্য স্থানীয় পুলিশ প্রশাসন আলপনা উৎসব বাস্তবায়নে রাস্তায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।’
আরও পড়ুন : বিশ্ব পাই দিবসে শাবিতে সর্ববৃহৎ সড়ক আলপনা
রং সরবরাহ কোম্পানি রেইনবোর কর্মকর্তা শাপলা রহমান বলেন, ‘এত বড় কাজের সাথে এবং ৪২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা আলপনার সাথে থাকতে পেরে আমরা খুশি।’