যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাব থেকে রিপোর্ট পাওয়ার পর বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন মো. নাসির উদ্দীন।
তিনি বলেন, গতকাল বুধবার মুজিবনগরে ভবেরপাড়া গ্রামের ইদ্রীস শাহ নামে এক ব্যক্তির জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয়েছিল। মৃত্যুর পরপরই সন্দেহভাজন করোনা রোগী হিসেবে তার নমুনা সংগ্রহ করে ঢাকা ও যশোরে পাঠানো হয়।
যবিপ্রবি থেকে রিপোর্ট পাওয়ার পর জানা যায়, ইদ্রীস শাহ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হলো।
তিনি আরও জানান, মেহেরপুর জেলা থেকে মোট ৩৭০ জনের নমুনা ঢাকার আইইডিসিআর, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ২৫৫ জনের পরীক্ষার রিপোর্ট এসেছে। দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে একজন বুধবার মারা গেছেন, অপরজনকে আইসোলেশনে রাখা হয়েছে ।
বর্তমানে ৩৬৩ জন হোম কোয়ারেন্টাইনে আছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৩ হাজার ৭৭২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।