সীতাকুণ্ড
নোয়াখালীর নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামে কর্মস্থলে ফেরার পথে সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ি চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সকাল ৬টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেইটের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মুশফিকুর আহমেদ (২১) নোয়াখালীর কবিরহাট থানার ঘোষবাগ গ্রামের মমতাজুল করিমের ছেলে ও চট্টগ্রাম জেলায় কর্মরত ছিলেন।
এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হলেন।
আরও পড়ুন: জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৪: আরএসএফ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত
বন্ধুর জন্য মোটরসাইকেল কিনে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
হাইওয়ে পুলিশ জানায়, ভোরে কুমিরায় মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে জানা যায় নিহত মুশফিক আহমদ একজন পুলিশ সদস্য।
এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত জানান, অজ্ঞাত একটি গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হন। লাশটি আমরা উদ্ধার করে প্রথমে হাইওয়ে থানায় পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত ৪ ফ্রেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৩টার দিকে উপজেলার ছোট কুমিরা মছজিদ্দা এলাকায় মহাসড়কে দুর্ঘটনায় এক এএসআই নিহত হন। নিহত নিপন চাকমা রাঙ্গামাটি জেলার কাউখালী থানার উল্টা রাঙ্গীপাড়া কমলগতির নিরোধ রঞ্জন চাকমার ছেলে ও ফেনী জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। গত ৭ ফেব্রুয়ারি (রবিবার) উপজেলার ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. রাসেল (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
গাজীপুর
গাজীপুর মহানগরের কোনাবাড়ির জরুন এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন-আব্দুল আজিজ (৩৮) ও একই এলাকার আল-আমিন (৩২)।
আরও পড়ুন: তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাসহ নিহত ৪
২০২০ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ৭২৯ শ্রমিক: বিলস
২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার এসআই নাহিদ হোসেন জানান, দুপুরে বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকায় ঢাকাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাঝখানে স্টিলের তৈরি ডিভাইডারের সাথে ধাক্কা লাগে এবং আছড়ে পড়ে দুজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে বাসন থানার অফিসার ইনচার্জ ও পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।