ময়মনসিংহের সদর উপজেলায় আকাশ মিয়া নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকার রাস্তার পাশের ধানখেত থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আকাশ মিয়া (২৩) সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে।
পুলিশের ধারণা, একটি ছিনতাইকারী চক্র চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে ভাড়ায়চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন চালক আকাশ মিয়া। কিন্তু রাত সাড়ে ৮টার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাচ্ছিল পরিবারের লোকজন।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা বাজার থেকে বাড়ি ফেরার পথে সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকায় রাস্তার পাশে রক্ত দেখতে পান। এর খোঁজ নিতে গিয়ে পাশের ধানখেতে রিকশাচালকের রক্তাক্ত লাশটি দেখতে পান তারা।
এরপরে পুলিশে খবর দেওয়া হলে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।