ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রকাশ্য হারুনুর অর রশিদ হারুন (৪৮) নামে এক হোমিও চিকিৎসক কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এ হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকারী রুবেল মিয়া নামে একজনকে আটক করেছে।
আরও পড়ুন: রাজশাহীতে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা
নিহত মো. হারুনুর রশিদ উপজেলার পাইথল ইউনিয়নের গোয়ালবর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। তিনি গয়েশপুর বাজারের একজন হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানায়, ডা. হারুনুর রশিদ হারুন শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারে বসে চা পান করছিলেন। এ সময় কোনো কিছু বুঝে উঠার আগেই স্থানীয় এক যুবক রুবেল মিয়া তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
পরে ক্ষুব্ধ এলাকাবাসী রুবেল মিয়ার বাড়ি ঘেরাও করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও চার রাউন্ড ফাঁকা গুলি করে।
আরও পড়ুন: রংপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার অভিযোগ
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান ঢালী জানান, কী কারণে এবং কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমার জানা নেই।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো এ হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
তিনি আরও জানান, ঘটনা তদন্তে মাঠে কাজ করছে পুলিশ। ঘাতক রুবেলকে আটক করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি জানান, অভিযুক্ত রুবেল স্থানীয় শাহাব উদ্দিন ডাক্তারের ছেলে।
আরও পড়ুন: রংপুরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ