নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজমিস্ত্রি সুমনকে(৩৫) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১ অক্টোবর) ঢাকার কামরাঙ্গীরচর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-১১ এর সিনিয়র এএসপি ও গণমাধ্যম কর্মকর্তা মো. রিজওয়ান সাঈদ জিকু।
গ্রেপ্তার যুবকরা হলেন- কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর গ্রামের রঙ্গু বেপারীর ছেলে আরমান (৩৫) ও জালাল উদ্দিনের ছেলে সেতুল (২৯)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদবর বাজারের আশরাফাবাদ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১১।
আরও পড়ুন: বাগেরহাটে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর রাতে সুমনকে ডেকে পলাশ কয়েল ফ্যাক্টরির পেছনে নিয়ে যায় সুমনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় নিহতের মা নার্গিস বেগম (৬৪) বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ, গ্রেপ্তার ২