নিখোঁজের দুই দিন পর যমুনা নদী থেকে ফারুক মিয়া ও সোনামিয়া নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের যমুনা নদীতে শুক্রবার (২৮ জুন) সকালে লাশ দুটি ভেসে উঠে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খুশু বলেন, প্রতি রাতে ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র ও যমুনা নদীর চরাঞ্চলে জুয়ার আসর বসত। আশে পাশের লোকজন জানলেও জুয়াড়িদের প্রতিবাদ করার সাহস কেউ পায়নি।
আরও পড়ুন: ফেনীতে ঈদের দিনে ৪ লাশ উদ্ধার
কিন্তু গত বুধবার রাতে আলো জালিয়ে ঢোল পিটিয়ে জুয়াড়িদের নিয়ে বসে আসর। রাত সাড়ে ১০টার দিকে পাশের গ্রামের লোকজন ও চরাঞ্চলের অনেকেই সংঘবদ্ধ হয়ে জুয়ার আসর বন্ধ করতে তাড়া করে।
খোরশেদ আলম খুশু আরও বলেন, এতে প্রাণ বাঁচাতে বিভিন্ন পালিয়ে যায় তারা। আবার কেউ কেউ ধরা পড়ার ভয়ে নদীতে লাফিয়ে পড়ে। এতে অনেকেই সাঁতরে নদী পার হতে পারলেও গ্রামের ফারুক মিয়া ও কাতলামারী গ্রামের সোনামিয়া নদীতে নিখোঁজ হয়ে যান।
পরে শুক্রবার সকালে তাদের লাশ নদীতে ভেসে উঠলে ফুলছড়ি ও গাইবান্ধা থেকে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, ঘটনার রাতে পুলিশ জুয়াড়ি ধরতে ওই স্থানে যায়নি।
তবে কারা টর্চ মেরে তাদের তাড়া করেছিল, যারা বেঁচে গেছে তাদের কাছে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার