যশোরের অভয়নগরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আলী আজগর তরফদার নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তির ডান হাত ও ডান পা বিছিন্ন হয়ে গেছে। বুধবার সকালে উপজেলার নওয়াপাড়া বাজার রেলক্রসিং সংলগ্নস্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয়রা আহত আলী আজগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আরও পড়ুন: চাষাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
আহত আলী আজগর উপজেলার গাজীপুর গ্রামের মৃত গোলাম নবীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ২০ মিনিটে রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী রকেট এক্সপ্রেস ট্রেনে আলী আজগরের ডান হাত ও ডান পা কাটা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অথই সাহা জানান, ট্রেনে কাটা আহতের অনেক রক্তক্ষরণ হচ্ছিল। যে কারণে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন ছিল।
নওয়াপাড়া রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রকেট ট্রেনে কেটে একজন আহত হয়েছেন তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু