যশোরের বাঘারপাড়ায় পিকআপচাপায় সিদ্দিক শেখ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টার দিকে যশোর-নড়াইল সড়কের শ্রীরামপুরে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপচাপায় এসআই নিহত
সিদ্দিক বাঘারপাড়ার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের মোস্তাক মোল্যার ছেলে সুফিয়ান, আক্কাছ মোল্যার ছেলে সাহিদুল, বারিক মোল্যার ছেলে মজিদ ও জালাল মোল্যার ছেলে কবির।
আহতরা জানান, তারা মাছ ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে যশোর নড়াইল সড়ক পার হচ্ছিলেন। ওই সময় নড়াইল থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় পিকআপচাপায় সিদ্দিকের মৃত্যু হয়। আহত হন চারজন।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলি হাসান বলেন, ‘আহতরা প্রাথমিক চিকিসৎসা নিয়েছেন।’
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুজ্জামান বলেন, ‘পিকআপটি জব্দ করেছে পুলিশ। পিকআপ চালককে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
আরও পড়ুন: যশোরে পিকআপচাপায় সাইকেল আরোহী নিহত
ডাকাতির পর পালানোর সময় পিকআপচাপায় পথচারী নিহত, স্বর্ণ ব্যবসায়ীসহ আহত ৩