যশোরের চৌগাছায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ পাঁচ ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এইচএসসি প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের ইংরেজী ২য় পত্র পরীক্ষার সময় চৌগাছা সরকারি কলেজ ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটক পরীক্ষার্থীরা টাকার বিনিময়ে অন্যদের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে শুক্রবার বিকালে চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে চৌগাছা উপজেলার আন্দারকোটা গ্রামের আল আমিন হোসেন, যশোর সদর উপজেলার তীরেরহাট গ্রামের হাসান ইমাম যশোর সদর উপজেলার আপন মোড়ের মো. আরিফকে আটক করা হয়।
এদিকে একই সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নির্দেশে চৌগাছা সরকারি কলেজ কেন্দ্রে যবিপ্রবি’র শিক্ষার্থী চৌগাছার আন্দারকোটা গ্রামের মো. সজিব এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের মো. ইমরানকে আটক করা হয়।
আরও পড়ুন: টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাঁচ ভুয়া পরীক্ষার্থী যাদের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিলেন তাদের সবাই সেনাবাহিনীর সদস্য। এদের মধ্যে পরীক্ষার্থী যশোর সদর উপজেলার তীরেরহাট গ্রামের মেহেদী হাসান জাতিসংঘ মিশনে বিদেশে রয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ শিক্ষক জানিয়েছেন।
তিনি জানান, বদলী পরীক্ষা দিতে আসা চৌগাছার আন্দারকোটা গ্রামের মো. সজিব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
শিক্ষক আরও জানান অন্যরাও মিশনে বিদেশে থাকতে পারে। তবে সেটি নিশ্চিত করে বলতে পারছি না।
এবিষয়ে চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, একজন ভুয়া পরীক্ষার্থী বাথরুম যাওয়ার কথা বলে তিনতলার একটি বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি নিজে তাকে আটক করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা এবং চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১