যশোরে একটি বাড়ির ভেতর থেকে বন্দুকসহ ১৯ ধরনের ধারালো অস্ত্র জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে দেশি একনালা একটি বন্দুক, একটি ইন্ডিয়ান ব্ল্যাকস্মিথ মেকিং সারশা, দুইটি ব্লাক ফালকন প্লাস স্লিং শট, পাঁচটি চাইনিজ কুড়াল, তিনটি সেভেন গিয়ার চাকু, দুইটি ধারালো দা, একটি চাইনিজ রড, দুইটি হাতুড়িসহ বিভিন্ন সরাঞ্জামাদি জব্দ করে যৌথবাহিনী।
শুক্রবার (২ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ, আটক ৮
গ্রেপ্তার যুবকেরা হলেন- বারান্দি মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে সন্ত্রাসী চাঁদাবাজ ও কিশোর গ্যাং নেতা শরিফুল ইসলাম জিতু (৩০) ও সিয়ামুল ইসলাম সেতু (২২)। তারা সম্পর্কে আপন ভাই।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বারান্দি মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এরপর সিরাজের ছেলে কিশোর গ্যাং নেতা শরিফুল ইসলাম জিতুর ডেরায় তল্লাশি চালায়। জিতু ও সেতুকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে বন্দুক ও ১৯ ধরনের ধারালো অস্ত্র জব্দ করে।
ওসি জানান, গ্রেপ্তার জিতু ও সেতুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের জব্দ করা অস্ত্রসহ মামলা দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় মাদক জব্দ, গ্রেপ্তার ৪