যশোরের শার্শায় জামায়াতের সাবেক উপজেলা সেক্রেটারিসহ ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের সময় তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার টেংরা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে উপজেলা জামাতি ইসলামের সাবেক সেক্রেটার মাওলানা হাবিবুর রহমান (৫০), শ্যামলাগাছি গ্রামের মৃত কাওছার আলীর ছেলে আহম্মদ আলী (৫০), পান্তাপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আব্দুস সালাম (৫০), সামাদের ছেলে নূর ইসলাম (৩৮), স্বরুপদাহ গ্রামের আবু তালেবের ছেলে মহসিন আলী (২৮) ও ফকির চাঁদের ছেলে মসলেম আলী (৫৫)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার: র্যাব
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শার্শা উপজেলার আহম্মদ আলীর বাড়িতে নাশকতা করার জন্য মিটিং করছিল। পুলিশ গোপন সংবাদ পেয়ে আহম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এ সময় আরও অনেক নেতাকর্মী সেখান থেকে পালিয়ে যায়।
ওসি জানান, নাশকতার প্রস্তুতিকালে শার্শা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারিসহ ৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি ককটেল, লাঠিসোটা, লোহার রডসহ ইট পাটকেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শার্শা থানায় গ্রেপ্তার ব্যক্তিদেরসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মামলা তদন্ত করে বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: যশোরে অস্ত্র-মাদক জব্দ, গ্রেপ্তার ১