যশোর কেন্দ্রীয় কারাগারে জাহাঙ্গীর কবির (৫২) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত জাহাঙ্গীর কবির শহরের কারবালা এলাকার মৃত আমজাদ ওরফে আসাদের ছেলে এবং শহরের এইচএমএম রোডের জনতা সুপার মার্কেটের ব্যবসায়ী ছিলেন। চেক জালিয়াতি মামলায় তিনি কারাগারে ছিলেন।
আরও পড়ুন: যশোরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ
মৃতের ছেলে সামিউল কবির আলভী জানান, চলতি বছরের ১৯ জুলাই চেক জালিয়াতি মামলায় তার বাবার এক বছরের সাজা হয়। ওই মাসেই তিনি আত্মসমর্পণ করেন। ১২ অক্টোবর কারা কর্তৃপক্ষ ফোন করে জানায় যে তার বাবা অসুস্থ, তার ডায়রিয়া হয়েছে। তখন থেকে কারা হাসপাতালে ছিলেন। কয়েকদিন পরপর ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, বিকাল সাড়ে ৩টার দিকে মৃত অবস্থায় জাহাঙ্গীর কবির নামে এক ব্যক্তিকে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। ময়নাতদন্ত শেষ হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তা সঠিকভাবে জানা যাবে।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত