বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমান সরকারের বাস্তবায়িত একটি মেগা অবকাঠামো প্রকল্প। যেটি ঢাকার যানজট এবং যাতায়াতের খরচ অনেকাংশে কমিয়ে আনার বড় আশা নিয়ে আজ চালু হতে চলেছে।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা-ফার্মগেট অংশের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।
কর্তৃপক্ষ গতি সীমা ঘন্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করেছে। তবে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল এবং থ্রি হুইলার চালানোর অনুমতি দেওয়া হবে না।
এটি উন্মুক্ত হলে কাওলা থেকে ফার্মগেট পৌঁছাতে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতির একটি গাড়ির সময় লাগবে মাত্র ১০ মিনিট।
প্রকল্প কর্মকর্তারা বলছেন, প্রতিদিন প্রায় ৮০ হাজার যানবাহন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে পারবে।
প্রকল্পের বিবরণ অনুসারে, প্রথম চুক্তিটি ২০১১ সালের ১৯ জানুয়ারি সই হয়েছিল এবং ২০১৩ সালের ১৫ ডিসেম্বর সংশোধিত চুক্তি সই হয়েছিল। প্রকল্পটি সমাপ্তির সময়কাল ছিল প্রথম চুক্তি অনুযায়ী ২০১১ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য হল ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। এর মধ্যে প্রধান এলিভেটেড অংশের ১৯ দশমিক ৭৩কিলোমিটার।
আরও পড়ুন: শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী