রংপুরের কাউনিয়ায় সনিয়া বেগম (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত সনিয়া বেগম ওই গ্রামের রিপন মিয়ার স্ত্রী এবং পাবনা সদরের চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।
আরও পড়ুন: ফরিদপুরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক
স্থানীয়রা জানায়, তিন বছর আগে রিপনের সঙ্গে সনিয়া বেগমের বিয়ে হয়। সোমবার (২ অক্টোবর) বিকালে সনিয়া বেগম স্বামী রিপন মিয়াকে তার শিশু সন্তানকে নিয়ে বাজারে যেতে বলেন। রিপন সন্তানকে নিয়ে বাজারে গেলে নিজের শোয়ার ঘরে ঘুমিয়ে পড়েন সনিয়া।
পরে প্রতিবেশীরা ডাকাডাকি করে তার সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন ঘরের ভিতরে বিছানার চাদরে ও বালিশে আগুনের ধোঁয়া উঠছে এবং বিদ্যুতের ছেঁড়া তারের পাশে খাটের উপরে সনিয়া অচেতন অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে যায় পরিবারের লোকজন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ সনিয়ার লাশ উদ্ধার করে। ওই নারীর মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে মঙ্গলবার ওই নারীর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: চট্টগ্রামে ২ গৃহবধূর লাশ উদ্ধার