এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও দুজনকে পলাতক আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটক গাঁজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
মামলার পলাতক আসামিরা হলেন- রঘুনাথপুর গ্রামের আলী কদরের ছেলে সুমন মিয়া (৩২) ও স্বরবাংহুদা গ্রামের মো. মিস্টারের ছেলে বকুল হোসেন (২৬) ।
রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার শান্তি মিয়া জানান, রঘুনাথপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার করে এনে সুমন ও বকুলের বাড়িতে মজুদ করা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাড়িতে অভিযান চালিয়ে সুমন মিয়ার বাড়ি থেকে ৪০ কেজি ও স্বরবাংহুদা গ্রামের বকুলের বাড়ি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই তারা পালিয়ে গেছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, জব্দ করা গাঁজা ব্যাটালিয়নে জমা করা হয়েছে এবং গাঁজার মালিক সুমন ও বকুলকে পলাতক আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।