রাঙ্গামাটির নানিয়রচরে মোটরসাইকেল ও ট্রাকের সংর্ঘষে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের হাজাছড়ি এলাকায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।এসময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
নিহত ন্যান্সী চাকমা (১৮) বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলী এলাকার জ্যোতিময় চাকমার মেয়ে এবং রাঙ্গামাটি সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে ন্যান্সী তার চাচাতো ভাই দীপেন দেওয়ানের সঙ্গে মোটরসাইকেলে করে রাঙ্গামাটি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঘিলাছড়ির হাজাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা নানিয়ারচরগামী পাথরভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ন্যান্সী ও তার ভাই মোটরসাইকেল চালক আহত হন। আহত অবস্থায় উভয়কে স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ন্যান্সীকে মৃত ঘোষণা করেন। আহত দীপেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা রয়েছে। ময়নাতদন্তের পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের লাশ রাঙ্গামাটি সদর হাসপাতালে রয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করলেও, ট্রাকের চালক পলাতক রয়েছে।