রাজধানীর রমনা থানাধীন শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে ১০ বছর বয়সি এক পথশিশুকে ধর্ষণের অভিযোগে রায়হান (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১৫,জানুয়ারী) রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভুগী শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার (১৫ জানুয়ারি) রাতে রমনা থানার শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে শিশুটিকে ধর্ষণ করে রায়হান নামে এক যুবক। এ সময় শিশুটির চিৎকারে পথচারীরা এগিয়ে গিয়ে ওই ছেলেটিকে আটকে রাখে।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে সেখান থেকে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় এবং অভিযুক্ত রায়হানকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘শিশুটি ভাসমান প্রকৃতির। সে তার নানির সঙ্গে শাহবাগ এলাকায় থাকে। রাস্তায় ঘুরে ঘুরে ফুলের মালা বিক্রি করে। আটক রায়হান ও ভাসমান প্রকৃতির যুবক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’