রাজধানীর গুলবাগ এলাকায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকারী তিন মাসের গর্ভবতী এক নারী মারা গেছেন। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।
নিহত গৃহবধূর নাম মীম আখতার (১৮)।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, এদিন ভোর পৌনে ৬টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মীমের স্বামী রুম্মন জানান, শুক্রবার রাতে তার সঙ্গে মীমের ঝগড়া হয়। এর জেরে শনিবার ভোরে মীম নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
তিনি আরও জানান, এরপর শরীর ৯৫ শতাংশ পোঁড়া অবস্থায় মীমকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।
মীমের মৃত্যুর পর পুলিশ রুম্মানকে হাসপাতাল থেকে আাটক করে।
আরও পড়ুন: বরিশালে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর ‘আত্মহত্যা’