রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর বাংলাদেশ হাট মোড়ের পাশে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকে থাকা অন্তত আরও ৮ জন।
শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের কালুখালী স্বাস্থ্য কসপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক ১৪টি গরু নিয়ে ১০জন আরোহীসহ বাংলাদেশ হাট মোড়ের পশ্চিম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহতসহ আট জন আহত হন। নিহতরা হলেন— কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার আফদালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রফিকুল ইসলাম (৫০) ও আফদালপুর গ্রামের রফিকুল (৪০)।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। উদ্ধার গরু ও মালামাল পুলিশ হেফাজতে রয়েছে।’