গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের পাঁচজনের করোনা পজেটিভ ছিল এবং বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে মৃত আটজনই রাজশাহীর। বাকিদের মধ্যে চাঁপাইনবাগঞ্জের দুইজন, নাটোরের একজন, নওগাঁর একজন রয়েছেন।
আরও পড়ুনঃ দেশে করোনা আক্রান্ত ৯ লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ১১২
তিনি আরও জানান, এ নিয়ে চলতি এক মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৫২ জন। এর মধ্যে রাজশাহীর ১৬৭ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১১৫ জন। এছাড়াও মারা যাওয়া ৩৫২ জনের মধ্যে ১৭১ জনের করোনা পজেটিভ ছিল। বাকি ১৮১ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন।
আরও পড়ুনঃ কুষ্টিয়াতে করোনায় আরও ৮ মৃত্যু
তিনি জানান, চিকিৎসাধীন রোগীদের মধ্যে রাজশাহীর ৩০০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৫ জন, নওগাঁর ৪০ জন, পাবনার ২২ জন, কুষ্টিয়ার চারজন, চুয়াডাঙ্গার একজন, দিনাজপুরের একজন ও মেহেরপুরের একজন। আইউসিইউতে চিকিৎসাধীন আছেন ২০ জন।