রাজশাহী নগরীর উপকণ্ঠে খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ট্রাকের সঙ্গে জামায়াতের সফররত দুইটি বাসের সংঘর্ষ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত অর্ধশত জামায়াতের নেতা-কর্মী।
রবিবার(৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সংঘর্ষে একটি বাস ছিটকে রাস্তার পাশের খাদে পানির মধ্যে উল্টে এসব হতাহতের ঘটনা ঘটে।
নিহতরাা হলেন— জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের ঘোড়া পাখিয়া গ্রামে।
আরও পড়ুন: লোহাগাড়ায় সড়কে নিহত বেড়ে ১১, শিশু আরাধ্যাকে ঢাকায় স্থানান্তর
আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতারা।