রাজশাহীর পবা উপজেলার হরিয়ানা রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল আনুমানিক ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহত নারীর পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
দুর্ঘটনার বিষয়টি রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, ‘শনিবার ভোরে রাজশাহী থেকে মধুমতী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে হরিয়ান সুগার মিল সংলগ্ন রেল ক্রসিং এলাকায় ওই নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা পিবিআই ও সিআইডিকে জানিয়েছি। তারা এলে হয়তো পরিচয় পাওয়া যাবে। তারা এলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।