ওই এলাকার মসজিদের মাইকে সবাইকে আতঙ্কিত না হয়ে বাড়ি থেকে বাইরে না যাওয়ার কথা বলা হয়েছে।
করোনায় আক্রান্ত ওই ব্যক্তি পুঠিয়া উপজেলার জিউপাড়া-বগুড়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে ইউসুফ আলী (৫০)।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার বলেন, ওই ব্যক্তি গত ৪ এপ্রিল ঢাকার নারায়ণগঞ্জ থেকে বাড়ি এসে আত্মগোপন ছিল। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তিনি গত ৯ এপ্রিল পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে তার নমুনা সংগ্রহ করা হয় এবং হোম কোয়ারেন্টিনে থাকতে বলা ছিল।
পরে সংগৃহীত নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠালে রবিবার বিকালে তার করোনা পজেটিভ আসে বলে জানান ডা. নাজমা আকতার।
প্রতিবেশীদের খোঁজ-খবর রাখার আহ্বান জানিয়ে রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, যারা ঢাকা ও নারয়ণগঞ্জ থেকে রাজশাহীতে আসছেন তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। একরম কোনো ব্যক্তি এলাকায় ফিরলে শিগগিরই প্রশাসনকে খবর দেয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ বলেন, ‘আক্রান্ত রোগীর বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।’