মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে বিজইর মোড় এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুক্তার হোসেন (৪২)। তিনি পেশায় বেলুন বিক্রেতা।
আহত দুজন হলেন- মুক্তার হোসেনের ভাইয়ের শাশুড়ি জাহেদা বেগম (৫০) ও ভাতিজা হামীম হোসেন (১)।
জাহেদা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় হামীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু বলেন, ‘মুক্তার হোসেনের বাড়িতে সকালে বেলুনে গ্যাস ঢোকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মুক্তার নিহত হন। আর আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে শিশু হামীমের অবস্থা আশঙ্কাজনক।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে হিলিয়াম গ্যাসের পরিবর্তে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করার কারণে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।