রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এসময় করোনায় ৫ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা যান আরও একজন।
বৃহস্পতিবার সকাল ৬টার পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে এই ৯ জনের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ বিশ্বে করোনায় প্রায় ৪৪ লাখ মানুষের মৃত্যু
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, এক দিনে মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার পাঁচজন। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী।
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ৩০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ জন। বুধবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ২৫৪ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।
আরও পড়ুনঃ দেশে আর টিকার ঘাটতি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
পরিচালক জানান, কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৪০ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৭৪ জন, যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী নানা শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন।