বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, পরপর দুই মেয়াদে রাষ্ট্রপ্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতি হামিদকে অভিনন্দন জানান স্পিকার।
তিনি ৭ এপ্রিল সংসদের বিশেষ সুবর্ণ জয়ন্তী অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদও জানান।
রাষ্ট্রপতি হামিদ জাতীয় সংসদের (সংসদ) সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আয়োজনের জন্য স্পিকারকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন, ১৯৭৩ সালের ৭ এপ্রিল যাত্রা শুরু হওয়া জাতীয় সংসদের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে বিশেষ এই সংসদ।
আরও পড়ুন: লিঙ্গসমতা নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব: ড. শিরীন শারমিন
এছাড়া সদ্য স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সম্পর্কে জনগণ বিস্তারিত জানতে পেরেছে।
বৈঠকে রাষ্ট্রপতি সংসদের বিভিন্ন বিষয়ে স্পিকারের সঙ্গে আলাপ-আলোচনা করেন।
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূরে আলম চৌধুরী ও হুইপ আতিউর রহমান আতিক, মাহবুব আরা বেগম গিনি ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন স্পিকারের সঙ্গে ছিলেন।
এসময় রাষ্ট্রপতির সচিবরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: স্পিকার হিসেবে শপথ নিলেন শিরীন শারমিন