মাগুরা সদর উপজেলায় রুটি বানাতে দেরি হওয়ায় স্বামীর থাপ্পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত লাবনী খানম (২০) উপজেলার বাহারবাগ গ্রামের আফজাল মোল্যার স্ত্রী ও মহম্মদপুর উপজেলার ববিল্বপাড়া গ্রামের সাইফুল জমাদ্দারের মেয়ে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, রবিবার সকালে লাবনী পাট বাছাই করছিলেন। এ সময় তাকে আফজাল দ্রুত রুটি তৈরি করে দিতে বলেন। কিন্তু রুটি তৈরিতে দেরি হওয়ায় উত্তেজিত আফজাল লাবনীকে থাপ্পর মারতে থাকেন। থাপ্পড় খেয়ে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
লাবনীর মৃত্যুর পর তার গলায় শাড়ি পেঁচিয়ে বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচার করেন কুদ্দুস মোল্যার ছেলে আফজাল। পরে তার বাড়ির লোকজন পালিয়ে যায়।
ওসি আরও জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আফজাল পলাতক রয়েছেন।