নিহত হাসিনুর রহমান ওরফে ফকির চাঁদ (২৮) খাটিয়ামারী গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
শুক্রবার মধ্যরাতের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তাছির বিল্লাহ।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, হাসিনুর রাত সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক সীমান্তের ১০৬২/৩এস পিলার এলাকা দিয়ে ভারত থেকে মাদক আনতে যায়। এ সময় আসাম রাজ্যের হাটশিংমারী জেলার মাইনকারচর থানার কুসনীমারা ক্যাম্পের বিএসএফ-৬ ব্যাটালিয়নের সদস্যরা গুলি চালায়। এতে হাসিনুরের বুকে ও পেটে গুলি লাগে।
পরে সঙ্গীরা হাসিনুরকে আহত অবস্থায় রাতেই রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে আসে।
নিহত হাসিনুরের নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে আজাদ বলেন, ‘ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার নিকটে গেলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে।’