লক্ষ্মীপুরে ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫৬৪ জন।
নতুনদের মধ্যে কমলনগর উপজেলায় ১১ ও রায়পুর উপজেলায় চারজন রয়েছেন।
শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের করোনাভাইরাস পরীক্ষা করে ১৫ জনের নমুনা পজেটিভ আসে।
এদিকে, লক্ষ্মীপুর, রামগতি, রায়পুর ও রামগঞ্জ পৌরসভা এবং কমলনগর এবং সদর উপজেলার সাত ইউনিয়নসহ ১৫ ইউনিয়নকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় পঞ্চম দিনের মতো লকডাউন চলছে। লকডাউন বাস্তায়নে স্থানীয় প্রশাসন ও পৌরসভা কাজ করছে।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, ‘যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে তাতে লকডাউন ছাড়া বিকল্প কোনো পথ নেই। লকডাউন বাস্তবায়ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।’
তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।