লক্ষ্মীপুর, ২৮ মে (ইউএনবি)- রামগতিতে বড়খেরী এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- মৃত সেলিম হোসেনের ছেলে সুমন হোসেন ও আলমগীর হোসেনের ছেলে নাহিদ আলম। তারা একে অপরের চাচাতো ভাই।
মঙ্গলবার দুপুরে বড়খেরী এলাকার বদুমিয়ার বাড়ির কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানায়, দুপুরে ঘরের চালার ওপরের গাছের পাতা সরানোর কাজ করছিল সুমন ও নাহিদ। এর আগে ওই চালার ওপর পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়েছিল। ওই তারে জড়িয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় দুই ভাই।
পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় রামগতি বাজারে কমিউনিটি ক্লিনিকে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বিষয়টি নিশ্চিত করেন।