লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩৪) নামে এক ওয়েলল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বিকালে উপজেলা মিলন বাজারে একটি ওয়ার্কশপের দোকানে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রমিক শহিদুল ইসলাম নীলফামারী জেলার ডিমলা উপজেলার শটিবাড়ী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মিলন বাজারে ওয়ার্কশপের দোকানে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করছিলেন শহিদুল ইসলাম। এ সময় দোকানে থাকা বিদ্যুত লাইনের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শহিদুল ইসলাম। পরে পাশের লোকজন এসে তার লাশ উদ্ধার করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।